মইনুল আবেদীন খান, বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটার নতুন বাজার সংলগ্ন খালের পাড় থেকে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৫ কোটি টাকা মূল্যের ২০ হাজার কেজি হাঙর উদ্ধার করেছে।
আজ রোববার (২০ আগস্ট) দুপুরের দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লঞ্চ ঘাট এলাকা থেকে জব্দ করা হয়। উদ্ধারকৃত হাঙ্গর সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা। তবে কাউকে আটক করতে পারেনি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে.এম. শাফিউল কিঞ্জল বলেন, পাথরঘাটা পৌরসভার নতুন বাজার খাল সংলগ্ন একটি শুঁটকি পল্লীতে হাঙ্গর শুকাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাসুদুর রহমানের নেতৃত্বে দুপুর সাড়ে ১২ টার দিকে ওই শুঁটকি পল্লীতে গিয়ে অভিযান পরিচালনা কালে কোস্টগার্ডের টের পেয়ে লোকজন পালিয়ে যায়। এ সময় শুকানো অবস্থায় ২০ হাজার কেজি হাঙ্গর জব্দ করা হয়। যা সরকারি গেজেট অনুযায়ী ২৫০০ টাকা কেজি হিসেবে ২০ হাজার কেজির মূল্য ৫ কোটি টাকা হবে।
তিনি আরও বলেন, জব্দকৃত হাঙরগুলো পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ হাঙ্গর গুলোকে মাটিতে পুঁতে বিনষ্ট করে ফেলে।