বরগুনা প্রতিনিধি:
বরগুনায় ৭ নং ঢলুয়া ইউনিয়নের দুই ইউপি সদস্যর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১০টায় জেলা মেম্বার্স এসোসিয়েশনের অয়োজনে বরগুনা পৌর মার্কেট প্রসক্লাব চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ৭নং ঢলুয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ ভুক্তভোগি পরিবার সদস্য অংশ নেয়।
এ সময় বক্তরা বলেন সন্ত্রাসি যেই হোক তাকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া ৯নং এম বালিয়াতলী ইউনিয়নে পরিরখাল বাজারে মিলন মেম্বার এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মেম্বার এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম স্বপন, বশির উদ্দিন, ইদ্রিস অলী প্রমুখ।
সিনিয়র মেম্বার মাসুদ তালুকদার এর পরিচালনায় ৭ নং ঢলুয়া ইউনিয়নের সমাজ সেবক বাবুল মোল্লা নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।