মইনুল আবেদীন খান সুমন, বরগুনা প্রতিনিধি:
বরগুনায় সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া এলাকার মোঃ আজিজ এর ছেলে গরু ব্যাবসায়ী মোঃ মন্নান (২৮) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (০৯ জুন) বিকেলে বরগুনা- পুরাকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাখালী নামক স্থানে পিকআপ থেকে পরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে বরগুনা বাজার থেকে গরু কিনে পিকআপ যোগে বাড়িতে ফেরার পথে পথিমধ্যে সোনাখালী নামক স্থানে পৌছলে গাড়ির পিছন থেকে মন্নান ছিটকে পরে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
সংবাদ পেয়ে বরগুনা সদর থানার পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করে জেনারেল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ বলেন, সড়ক দূর্ঘটনায় একজন গরু ব্যাবসায়ী নিহত হয়েছেন। আইনি কার্যক্রম শেষে মন্নানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।