বরগুনায় রিভলবার সহ চেয়ারম্যান প্রার্থী আটক

শেয়ার

মইনুল আবেদীন খান সুমন,বরগুনা জেলা প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী নাহিদ মাহামুদ হোসেন ও তাঁর গাড়িচালককে অবৈধ রিভলবারসহ আটক করেছে পুলিশ। আজ সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে এই অস্ত্র উদ্ধার করে পুলিশ।

 

নাহিদ মাহামুদ বরগুনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। তিনি এবার দোয়াত কলম প্রতীক নিয়ে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁর গাড়ি চালকের নাম মো. সজীব। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে বেতাগী থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান।

 

২১ মে দ্বিতীয় ধাপে বেতাগী উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ মাহামুদ তাঁর ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে উঠান বৈঠক করতে উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠীর ডিসিরহাট বাজারে যাচ্ছিলেন। পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেতাগী উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় পুলিশের তল্লাশিচৌকিতে তাঁর গাড়িটি তল্লাশি করা হয়। এ সময় পুলিশ সদস্যরা গাড়ি থেকে গুলিভর্তি একটি রিভলবার উদ্ধার করেন। এরপর তাঁদের থানায় নিয়ে আসা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.