বরগুনায়  ঘুর্ণিঝড় ‘রিমালে নিহত ১, আহত ৩৭

শেয়ার

মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় ‘রিমালে’র প্রভাবে ঘরের উপর ভেঙ্গে পরা গাছ অপসারণের সময় ডাল ভেঙ্গে পরে আব্দুর রহমান বয়াতি (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা।

তিনি জানান, গতকাল সোমবার (২৭ মে) দুপুরে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বয়াতি ওই এলাকার মৃত্যু খুতি বয়াতির ছেলে।

জেলা প্রশাসক মোহা. হাবিবুর রহমান বলেন, বরগুনায়  ঘূর্ণিঝড় ‘রিমালে’র প্রভাবে ঘরের উপর ভেঙ্গে পরা গাছ অপসারণের সময় একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলায় প্রাথমিক তথ্য অনুযায়ী ৩৭ জন আহত হয়েছে বলে জানা গেছে।

তিনি আরো জানান, ঘুর্ণিঝড়ে বরগুনায় এখন পর্যন্ত এ তথ্য রয়েছে তাতে ৩৩৩৭ টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ১৩০৩৪ টি ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। পুরো জেলায় ১২ কিলোমিটার বেরিবাদ ভেঙ্গে গিয়েছে। যার কারণে ৩০০ গ্রাম সাগরের পানিতে প্লাবিত হয়েছে। ৪১৫৭ হেক্টর মাছের ঘের পুকুর ভেসে গিয়েছে। বিদ্যুৎ বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী বরগুনা জেলায় ৯০০ মতো খুঁটি পড়ে গিয়েছে, ২৫০টির মতো খুঁটি ভেঙ্গে গিয়েছে, ১২০০ মতো স্পটে বিদ্যুতের তারের উপর গাছ হেলে রয়েছে, এবং ৯০০ মতো স্পটে বিদ্যুতের তারের গাছ পড়ে তার ছিড়ে গিয়েছে, পুরো জেলায় ২ লাখ ৩১ হাজার মানুষ বন্যার দুর্ভোগ আছে। সবে সবকিছু সচল করতে প্রত্যেকটি উপজেলাতেই প্রশাসন কাজ করছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.