বন্যার পানি নিষ্কাশন বন্ধ থাকায়, রামগঞ্জে খাল পরিষ্কার করলো স্বেচ্ছাসেবীরা

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিরেন্দ্র খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবীরা। খালটিতে ময়লা ফেলে ভাগাড়ে পরিণত করা হয়েছিল। এতে পানি নিষ্কাশন বন্ধ ছিল। বুধবার  (২৮ আগস্ট) দুপুরে স্থানীয় ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে আরো কয়েকটি সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম ।

স্থানীয় সুত্রে জানাযায়, রামগঞ্জ বাসষ্ট্যান্ডের পিছন থেকে সোনাপুর উত্তর বাজার ব্রীজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জায়গায় বাজারের ময়লা ও বর্জ্য ফেলে পানি নিষ্কাশন বন্ধ করে দেওয়া হয়েছিল। ভয়াবহ বন্যায় পানি চলাচল করতে না পারায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এটি পরিষ্কারের উদ্যোগ নেয়।

স্থানীয় বাসিন্দা জাকির মোস্তান বলেন, আমাদের চারপাশে খালখেকো, বালুখেকো, কৃষি জমিখেকোর ছড়াছড়ি। এদের কারনে পরিবেশ-প্রকৃতি হুমকিতে। জলবায়ৃ পরিবর্তনের প্রভাবে এরাই দায়ী। প্রশাসন এবং শহরবাসীর একান্ত প্রচেষ্টায় দখলকারী, দুষনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং খালটিকে সব সময় পরিস্কার রাখতে হবে। খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শহরের সব নাগরিকের দায়িত্ব।

স্থানীয় বাসিন্ধা রাজু, টিপু বলেন, বিরেন্দ্র খালকে একটি আধুনিক সুবিধাসংবলিত লেক পার্কে পরিণত করা সম্ভব। এটি বাস্তবায়ন করা গেলে শহরের মানুষ স্বাস্থ্যসম্মত পরিবেশ ফিরে পাবে। এই খালের লেক ধরে চলাফেরার পাশাপাশি মনোরম পরিবেশ উপভোগ করা যাবে। এর জন্য বিরেন্দ্র খালেেক দখলমুক্ত করে বাঁচিয়ে রাখাটা জরুরি।

ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ ফারুক বলেন, খালে পানি আটকে প্রচুর মানুষ পানিবন্দি হয়ে ছিল। স্বেচ্ছাসেবকরা ভেকুমেশিন (খননযন্ত্র) সংগ্রহ করে এটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।

এ সংগঠনটির সদস্যরা সামাজিক কাজে সব সময় নিজেদেরকে নিয়োজিত রেখেছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম বলেন, তরুণ-যুবকদের এমন কাজকে স্বাগত জানাই। আজ তারা যে উদ্যোগ নিয়েছে তা স্মরণীয় হয়ে থাকবে। তাদের মতো সমাজের আরও স্বেচ্ছাসেবীসহ ভালো মানুষগুলো এগিয়ে এলে ছোট ছোট সমস্যাগুলো নিজেরাই সমাধান করা সম্ভব। এ ধরনের কাজে এগিয়ে আসা মানুষজনকে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত আছি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.