বছরের শেষ চন্দ্রগ্রহণ যেদিন

শেয়ার

No description available.চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী শনি (২৮ অক্টোবর) ও রোববার (২৯ অক্টোবর)। বছরের শেষ এই চন্দ্রগ্রহণটি হবে অর্ধ চন্দ্রগ্রহণ।

 

 

শনিবার (২৮ অক্টোবর) মধ্যরাতে এই চন্দ্রগ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। ভারতীয় গণমাধ্যম উইওন এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২৮ অক্টোবর) উপচ্ছায় চন্দ্রগ্রহণ হবে। উপচ্ছায় চন্দ্রগ্রহণ হলো- পৃথিবীর অবস্থান যখন চাঁদ এবং সূর্যের মাঝামাঝিতে হয়, কিন্তু এই তিনটি (চাঁদ, সূর্য এবং পৃথিবী) এক সরলরেখায় অবস্থান করে না। এই উপচ্ছায় চন্দ্রগ্রহণের সময় চন্দ্রপৃষ্ঠের ওপর ছায়া পড়বে। শনিবার চাঁদের অবস্থানের গতিকালে চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে না। তবে রোববার (২৯ অক্টোবর) চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ায় প্রবেশ করবে।

রোববার চাঁদ পৃথিবীর প্রচ্ছায়ার মধ্য দিয়ে যাবে। যার ফলে চাঁদ সরাসরি পৃথিবী এবং সূর্যের সঙ্গে একই সরলরেখায় অবস্থান করবে। চাঁদ সূর্যের সরলরেখায় অবস্থানের কারণে পৃথিবীর প্রতিসরিত সূর্যালোকে চাঁদ লাল বর্ণ ধারণ করে; যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এই চন্দ্রগ্রহণটি টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে। মধ্যরাতে বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ ছাড়াও ভারত, পশ্চিম প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকাসহ অনেক জায়গায় এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে।

বাংলাদেশে শেষ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল ২০২২ সালের ৪ নভেম্বর। আবার পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.