বঙ্গোপসাগরে ৩.৯ মাত্রার ভূমিকম্প

শেয়ার

বঙ্গোপসাগরের গভীরে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের কাছে বঙ্গোপসাগরের তলদেশে।

আজ সোমবার (৫ জুন) সকালে ভূমিকম্প আঘাত হানার বিষয়ে জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।। এই ঘটনায় এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময় সকাল সোয়া আটাটার দিকে আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ৭ মাসে এই অঞ্চলটিতে কমপক্ষে তিনটি ভূমিকম্পে আঘাত হেনেছে। এর আগে চলতি বছরের ১ জানুয়ারি রিখটার স্কেলে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্পে এই অঞ্চল কেঁপে উঠেছিল। ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠের ৩৬ কিলোমিটার গভীরে। সেদিন সকাল ১০টা ৫৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

একই দিন রাতে ১টা ১৯ মিনিটে রিখটার স্কেলে ৩.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় ভরতের হরিয়ানার ঝাজ্জার এলাকায়। এছাড়া গত বছরের ৫ ডিসেম্বর বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৫.১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। সেদিন সকাল ৮টা ৩২ মিনিটে ওই ভূমিকম্পটি বঙ্গোপসাগরের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।

তবে এবার ভূমিকম্পের অবস্থান ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার কাছাকাছি ছিল। রাজ্যটির পুরী এবং ভুবনেশ্বর থেকে এর দূরত্ব ছিল যথাক্রমে ৪২১ কিলোমিটার ও ৪৩৪ কিলোমিটার।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.