বঙ্গবন্ধু টানেলে রেসের ঘটনায় ৫ গাড়ি জব্দ

শেয়ার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে কার রেসিংয়ের ঘটনায় ৫টি গাড়ি জব্দের পাশাপাশি অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাড়িগুলো জব্দ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- কোতোয়ালি থানার আলকরন রোডের আনসারুল হকের ছেলে মো. আশারাফুল হক (৩৫) ও বাকলিয়া তুলাতুলি এলাকার মৃত হাজি সোলায়মান সওদাগরের ছেলে মো. এমরান উদ্দিন (২৪)। গ্রেফতারদের শুক্রবার (১০ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়।

তিনি বলেন, ২৯ অক্টোবর রাতে কয়েকটি রেসিং কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রবেশ করে টানেলের সর্বোচ্চ গতিসীমা লঙ্ঘন করে গাড়ি চালায়। এ সময় তারা রেসিং, ওভারটেকিং ও বিপজ্জনকভাবে চালানোসহ যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ ঘটনায় ১ নভেম্বর টানেল কর্তৃপক্ষ সড়ক পরিবহন আইনে কর্ণফুলী থানায় মামলা দায়ের করে। মামলায় অভিযুক্তদের মধ্যে পাঁচজন আদালত থেকে জামিন নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার হয়। এ সময় ৫টি গাড়ি জব্দ করা হয়েছে। বাকি দুটি গাড়ি জব্দ করা হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.