বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষীকি উপলক্ষে আলোচনা সভা দোয়া ও গণভোজ

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষীকি উপলক্ষে আলোচনা সভা দোয়া ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ আগস্ট ) বেলা ১২ টায় মজু চৌধুরীর হাট সুইচ গেট সংলগ্ন মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২০ নং চর রমনী মোহন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলমগীর হোসেনের সভাপতিত্বে ও ২০ নং চর রমনী মোহন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু,লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির পাটওয়ারী, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, লক্ষীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জহির উদ্দিন মোঃ বাবর, ২০ নং চর রমনী মোহন ইউনিয়ন আওয়ামীলীগের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।

অনুষ্ঠানে প্রধান অতিথি নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সারাজীবন কষ্ট শ্রম ঘাম ত্যাগ কারা নির্যাতন সয্য করেই পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করে দিয়েছেন, এই কারণে আমরা বাংলাদেশের পার্সপোট নিয়ে বিদেশ যায়। আমাদের দেশের একটা পতাকা আছে, বাঙ্গালিজাতি বিভিন্ন রাষ্ট্রে চাকরি করার সুযোগ পাচ্ছে, দেশটি স্বাধীন হওয়ার কারণে। আমাদের দেশে পতাকা, দেশের পাসপোর্ট সবই পেয়েছি ববঙ্গবন্ধুর কারণে, এই বঙ্গবন্ধু বাঙ্গালী জাতির সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী, এইরকম একটি নেতার জন্য আমরা শ্রদ্ধাজ্ঞাপন করি এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফেরাত কামনা করে, সবাইকে জেনো বেহেশতে নসীব করে সে জন্য আমরা দোয়া করি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.