বঙ্গবন্ধুর হাত ধরেই সমবায় সমিতি সৃষ্টি : অধ্যক্ষ মামুনুর রশিদ

শেয়ার

প্রদীপ কুমার রায়:

গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় সমিতির স্বপ্ন দেখেছিলেন। তাঁর হাত ধরেই এদেশে সমবায় সমিতি সৃষ্টি হয়েছিলো। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও আজ বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জীবন উৎসর্গ করে নিরলস কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমাদের সবাইকে সমবায় অন্দোলনকে বেগবান করতে হবে। ঝিমিয়ে পড়া সমিতিগুলোকে সচল করতে আমাদের সবধরণের সহযোগীতা করতে হবে।

মঙ্গলবার (৪ জুন) রায়পুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সদ্য নির্বাচিত রায়পুর উপজেলার চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ।

রায়পুর ইউসিডিসিএ লিমিটিড এর চেয়ারম্যান মো: শফিকুর রহমান খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান, প্যানেল মেয়র জাকির হোসেন নোমান, রায়পুর পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আ: ছাত্তার প্রমুখ। বিশেষ অতিথির বক্তব্যে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরান খান সমবায়ীদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.