বক্স অফিসে চলছে এখন অ্যানিমেল ঝড়। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক জানায়, ভারতীয় বক্স অফিসে প্রথমদিনে আয় ছিলো ৬৩ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় করেছে ১১৬ কোটি রুপি। মুক্তির আগে থেকেই শোরগোল চলছিলো সিনেমাটি নিয়ে।
বাবার প্রতি ভালোবাসা থেকে একটি ছেলের সহিংস হয়ে ওঠার গল্প নিয়ে গড়ে উঠেছে অ্যানিমেলের গল্প। এই সিনেমার একটি দৃশ্যের সংলাপে রনভীর বলেন, ‘আজকের পর যদি তোমার ওপর একটা আঁচড় আসে, দুনিয়া জ্বালিয়ে দেবো বাবা’। দর্শক-সমালোচকদের মতে, ‘অ্যানিমেল’-এ রণবীর তার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয় করেছেন। সিনেমাটিতে আরও একটি বড় চমক হলো ববি দেওলের খল চরিত্রে অভিনয়। যা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। রণবীর ছাড়াও অ্যানিমেলে অভিনয় করেছেন, রাশমিকা মান্দানা, অনিল কাপুর, শক্তি কাপুর, প্রেম চোপড়া, রবি গুপ্তা, তৃপ্তি ডিমরি, সৌরভ সচদেব। ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমাটির বাজেট ১০০ কোটি রুপি। সোমবার বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটি।