বকশীগঞ্জে সমকাল সাংবাদিক মাসুদ হামলার শিকার 

শেয়ার
মোঃ রুবেল মিয়া, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক সমকাল সাংবাদিক জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাসুদ উল হাসান সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে  ৭ জুন দিবাগত রাত ১২ ঘটিকার সময় বকশীগঞ্জ দক্ষিন বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন। হামলা কারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, মোটর সাইকেল ভাংচুর,ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ৭ জুন দিবাগত রাতেই সাংবাদিক মাসুদ বাদী হয়ে উল্লেখিত দুই ব্যাক্তিসহ নামীয় ৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অজ্ঞাতনামা অভিযুক্ত আরও ৪/৫ জন।
জানা যায়,বকশীগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির বিরুদ্ধে জামালপুরের আদালতে একটি চেক ডিজওনার মামলা হয়। ওই মামলার তথ্য সংগ্রহ করেন  জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য দৈনিক সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান মাসুদ। বিষয়টি জানার পর মামলার বিষয়ে কোন সংবাদ পরিবেশন না করার জন্য বলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী। বিষযটি স্থানীয় সকল সাংবাদিক জানার পর একটি নিউজ তৈরি করেন। নিউজ তৈরি শেষ করে বাসায় ফেরার পথে  ৭ জুন দিবাগত রাত ১২ ঘটিকার সময় বকশীগঞ্জ দক্ষিন বাজার এলাকায় বকশীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী নেতৃত্বে সাংবাদিক মাসুদ হামলার শিকার হন। হামলা কারীরা সাংবাদিক মাসুদকে হত্যা করার উদ্দেশ্যে তার মোটর সাইকেল গতিরোধ করে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে, মোটর সাইকেল ভাংচুর,ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে সহকর্মী সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিক মাসুদকে উদ্ধার করে। হামলায় আহত সাংবাদিক মাসুদ বকশীগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে ৭ জুন দিবাগত রাতেই উল্লেখিত দুই ব্যাক্তিসহ নামীয় ৪ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অজ্ঞাতনামা অভিযুক্ত আরও ৪/৫ জন। বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার তারেক মাসুদ রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
উল্লেখ্য বকশীগঞ্জ উপজেলার সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি ও তার স্বামী আতিক সিদ্দিকী মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপরও হামলা করে ছিলেন। মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে বকশীগঞ্জ শহর থেকে ধরে নিজ বাসায় নিয়ে পিটিয়ে আহত করে ছিলেন। উল্লেখিত দুই ব্যাক্তি প্রকাশ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করে ছিলেন। এ কারণে তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা বেগম জাতির জনক বঙ্গবন্ধুর ছবিও ভাংচুর মামলার বাদী। বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মামলার আসামী হিসেবে গ্রেফতার হয়ে ছিলেন সাবেক ভাইস মহিলা চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতির স্বামী আতিক সিদ্দিকী।
এব্যাপারে দৈনিক সমকাল পত্রিকার বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর জেলা প্রেসক্লাবের সদস্য মাসুদ উল হাসান জানান, আমাকে হত্যা করার উদ্দেশ্যে আতিক সিদ্দিকীর নেতৃত্বে রাতের অন্ধকারে কতিপয় লোক আমার উপর সন্ত্রাসী হামলা করে। আমি থানায় অভিযোগ দিয়েছি।
আসামীদের গ্রেফতারের দাবি করছি। বকশীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লায়ন জানান, হামলার ঘটনায় সাংবাদিক মাসুদ গুরুত্বর আহত হয়েছে। তৎক্ষনাত লোকজন ও সহকর্মী সাংবাদিকরা উপস্থিত না হলে সাংবাদিক মাসুদকে পিটিয়ে মেরে ফেলতেন সন্ত্রাসী আতিক সিদ্দিকী।
তিনি আরও জানান, আতিক সিদ্দিকী ও তার লোকজন মরহুম সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর হামলা, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মামলাসহ নানা অপকর্মের সাথে জড়িত। আমি ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অভিযুক্তদের গ্রেফতার দাবি করছি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.