সোলাইমান ইসলাম নিশান: বই পড়লে ভালো মানুষ হওয়া যায়।লেখাপড়া করলে সবাই আদরযত্ন করে।পাঠ্য বই হচ্ছে জীবন গড়ার প্রথম বন্ধু। উন্নত শিক্ষা অর্জন করতে হলে বইয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া কথা গুলো বলেছেন।
সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পাঠ্য বই-২০২৪ উৎসব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পৌর মেয়র মাসুম ভূঁইয়া বলেন, এ লাহারকান্দি উচ্চ বিদ্যালয় থেকে লেখাপড়া অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে উচ্চপর্যায়ের চাকরি করছে। আমি চাই, তোমরা মানসম্মান শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন—পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজুসহ প্রমুখ।