ফেসবুকে ইবির নাম-লগো ব্যবহৃত পেইজ গ্রুপের তথ্য দেওয়ার নির্দেশ কর্তৃপক্ষের

শেয়ার

ইবি সংবাদদাতা:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নাম ও লোগো ব্যবহৃত সকল পেইজ ও গ্রুপের প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd/­ InformationCollection) প্রদানের জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আগামী ১৫ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তথ্যপ্রদান ব্যতীত বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করলে ১৫ অক্টোবরের পর সংশ্লিষ্ট ফেসবুক পেজ ও গ্রুপের এডমিন শনাক্তকরণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে বিভিন্ন সময় এমন তথ্য প্রচার করা হয়, যা আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করে। তাই এরূপ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী ধাপে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নয়, এমন সকল পেজ ও গ্রুপ বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.