ইবি সংবাদদাতা:
মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যকে দ্বিতীয় বারের মতো সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে তার অপর দুই সহযোগী আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আতিক আরমান এবং সালমান আজিজকেও সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শনিবার (১৫ জুলাই) বেলা ১১টায় উপাচার্যের সভাকক্ষে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় মেডিকেল ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত রেজওয়ান সিদ্দিকী কাব্যসহ তার অপর দুই সহযোগীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷ সভায় উপাচার্যকে তদন্ত কমিটি গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তদন্ত কমিটি গঠন করলে রেজিস্ট্রারের মাধ্যমে জানা যাবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, কমিটি গঠনের ব্যাপারে আমি এখনো কোন রেজুলেশন পাইনি। এ ব্যাপারে আমাকে রেজুলেশন দেওয়া হলে বলতে পারবো।
এর আগে, গত বছরের ১৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছিনতাই, সশস্ত্র ক্যাম্পাসে মহড়া ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ায় ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়েছিলেন কাব্য।
এদিকে গত ১০ জুলাই মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভাংচুরের ঘটনায় আবারও তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়।