ফেনীতে ৩৩৫ পরীক্ষার্থী অনুপস্থিত

শেয়ার

সারাদেশের ন্যায় ফেনীতেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) ফেনী জেলার ৩৭ টি কেন্দ্রে প্রথম দিনের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২২হাজার ৭৬১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

জেলায় প্রথম দিনে ৩৩৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। জেলার সকল কেন্দ্রে পরীক্ষাটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন পরীক্ষার্থী অথবা কেন্দ্র পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখার সহকারী কমিশনার সজীব কান্তি রুদ্র জানান, প্রথম দিনের পরীক্ষায় ৩৩৫ জন অনুপস্থিত ছিল। তান্মধ্যে এসএসসিতে ২১৫ জন, দাখিলে১০৫ জন ও ভোকেশনালে ১৫ জন শিক্ষার্থী রয়েছে।

তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলার ২২টি কেন্দ্রে ১৭ হাজার ১৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯২১ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ২১৫ জন পরীক্ষার্থী। একইভাবে জেলার ৯টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৪ হাজার ৯৩৮ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিলেন ৪ হাজার ৮৩৩ জন।

অনুপস্থিত ছিলেন ১০৫ জন। জেলার ছয়টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষায় ১ হাজার ২২ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১ হাজার ৭ জন। অনুপস্থিত ছিলেন ১৫ জন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.