ফিলিস্তিনে ৫০০ কেজি শুকনা খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

শেয়ার

অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ। প্রাথমিকভাবে ফিলিস্তিনিদের জন্য ৫০০ কেজি শুকনা খাবার পাঠানো হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের হাতে প্রতীকী খাবার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এসময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, এ সাহায্য নির্দেশ করে ফিলিস্তিনিরা একা নয়। আমরা ন্যায়বিচার ও মুক্তির জন্য লড়ছি। বাংলাদেশ আমাদের সাহস দিয়েছে। আমরা সংগ্রামের শক্তি ও সাহস পাচ্ছি। আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে, পরিবারের সদস্যদের মেরে ফেলা হচ্ছে। সেই গল্পগুলো সঠিকভাবে আসে না।

তিনি আরও বলেন, যেখানে পশ্চিমারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন বাকি বিশ্বের সিদ্ধান্ত নেওয়ার সময়। ন্যায়বিচার, মানবাধিকারের প্রয়োজনে আমাদের লড়াই কখনই শেষ হবে না।

এ কে আব্দুল মোমেন বলেন, জেনোসাইডের কথাগুলো সঠিকভাবে আসতে হবে। তাদের এখন ৫০০ কেজি শুকনো খাবার দেওয়া হলো। পরে ওষুধসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.