নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য খাবার, ওষুধ কোনো কিছুই দিতে দিচ্ছে না। খাদ্য-পানি সব কিছু বন্ধ করে দিয়ে অমানবিক যন্ত্রণা দেওয়া হচ্ছে।
দেশটিতে অন্তত সেবা খাত খুলে দিতে দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফিলিস্তিনের মানুষ যাতে সেবা নিয়ে বাঁচতে পারে সে দাবি জানানোর পাশাপাশি মুসলিম বিশ্বের সবাইকে এক হয়ে দেশটিতে চলমান অপরাধ বন্ধের আহ্বানও জানান সরকার প্রধান।
সোমবার (৩০ অক্টোবর) জাতীয় সংসদের অধিবেশনে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে আনা প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ দাবি জানান। আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবটি উপস্থাপন করেন।
শেখ হাসিনা বলেন, অনবরত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিশেষ করে নারী-শিশু তারা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অনেক মানবাধিকারের কথা শুনি। কিন্তু ফিলিস্তিনের জনগণ অমানবিক কষ্টে জীবন যাপন করছে। ইসরায়েলের আক্রমণ বিশেষ করে নারী-শিশুর ওপর হামলা হচ্ছে। সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে আল আহলে আল আরাব ব্যাপটিস হাসপাতালে- যেখানে মায়েরা মনে করেছিল সন্তানদের নিয়ে সেখানে নিরাপদে থাকবে। তারা চিকিৎসাধীন ছিল- আর সেখানেই বিমাল হামলা, বম্বিং এবং নারী-শিশুকে হত্যা করে। জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে এর নিন্দা করার ভাষা নেই। হাসপাতালে হামলার নিন্দা জানাচ্ছি।