ফিলিস্তিনিদের কাছে নতজানু হতে বাধ্য হবে ইসরায়েল : ইরান

শেয়ার

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের কাছে নতজানু হতে বাধ্য হবে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এ মন্তব্য করেছেন। এছাড়া তিনি ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ভূয়সী প্রশংসা করেছেন।

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বুধবার একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

ফিলিস্তিনি তরুণ সমাজের মধ্যে যে দায়িত্ববোধ গড়ে উঠেছে তারও প্রশংসা করেন খামেনি।

তিনি বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ থেকে ইসরায়েলি সেনাদেরকে ঘিরে ফেলার ঘটনা প্রমাণ করে যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হয়েছে। এখন ফিলিস্তিনিদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।

চলমান ফিলিস্তিন পরিস্থিতির কথা উল্লেখ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, ফিলিস্তিন সমস্যা সমাধানের ক্ষেত্রে অগ্রগতির অর্থ হচ্ছে মুসলিমদের অন্যান্য সমস্যা সমাধানের পথ সুগম করা।ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ঐক্য ও সংহতি শক্তিশালী করার আহ্বান জানিয়ে ইরানের এ সর্বোচ্চ নেতা বলেন, অতি সম্প্রতি গাজা উপত্যকায় সংক্ষিপ্ত যুদ্ধের সময় ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের মধ্যে ফাটল সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা গাজা উপত্যকাকে ইসরায়েলবিরোধী সংগ্রামের মূল কেন্দ্র বলে অভিহিত করে। তবে একইসঙ্গে তিনি বলেন, ইসরায়েলকে যারা নতজানু করতে বাধ্য করবে, তারা হচ্ছেন পশ্চিম তীরবাসী।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.