ফরিদপুরে শিশু সন্তানকে হত্যা,  বাবা ও সৎ মাকে যাবজ্জীবন

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় শিশু সন্তানকে হত্যার দায়ে তার বাবা ও সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

 

মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নাওয়াব আলী মৃধা।

 

দণ্ড পাওয়ারা হলেন- হেলাল শেখ ও তার দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগম।

 

পিপি নাওয়াব আলী বলেন, “২০০৪ সালে জোৎস্না বেগমকে বিয়ে করেন হেলাল শেখ। তাদের ঘরে আজিজুল নামের এক প্রতিবন্ধী ছেলের জন্ম হয়। ২০১৩ সালের শুরুর দিকে জেসমিনকে দ্বিতীয় বিয়ে করেন হেলাল শেখ।

 

“দ্বিতীয় বিয়ের পর থেকে হেলাল ও জেসমিন বিভিন্ন সময় জ্যেৎস্নার সঙ্গে দুর্ব্যবহার ও নির্যাতন করতেন। এতে অতিষ্ঠ হয়ে জ্যোৎস্না উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেন। এ নিয়ে শালিসও হয়।

 

“শালিসে জ্যেৎস্নার ছেলে আজিজুল তার বাবা ও সৎ মায়ের নির্যাতনের কথা বলে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৩ সালের ২৬ জুলাই আজিজুলকে কীটনাশক (বিষ) খাইয়ে হত্যা করা হয়।”

 

ঘটনায় পরদিন জ্যোৎস্না বাদী হয়ে হেলাল ও জেসমিনসহ চারজনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন।

 

তদন্ত শেষে ২০১৪ সালের ৩০ জুন আলফাডাঙ্গা থানার তৎকালীন এসআই মো. মিরাজুল ইসলাম হেলাল শেখ ও জেসমিনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান আইনজীবী নাওয়াব আলী।

 

সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।

 

এ রায় পরিবার ও সামাজিক জীবনে সুস্থতা ফেরাতে সহায়তা করবে বলে ভাষ্য নাওয়াব আলীর।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.