ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালের সাথে জাবির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শেয়ার

জাবি প্রতিনিধি:

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে স্পেশালাইজড হাসপাতালের সাথে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সোমবার (১৫ জানুয়ারি) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারক চুক্তিতে কেপিজে স্পেশালাইজড্ হাসপাতালের পক্ষে সিইও মোহা. তৌফিক বিন ইসমাইল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার স্বাক্ষর করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এ সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন হয়।

বিশ্ববিদ্যালয়ের এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপ—উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ—উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ, সম্পাদক অধ্যাপক ড. এম শামীম কায়সার, নির্বাহী সদস্য অধ্যাপক ড. মো. সাব্বির আলম, কেপিজে স্পেশালাইজড্ হাসপাতালের ডা. জে. এম. এইচ. কায়সার আলম, চিফ ফিন্যান্স অফিসার নূরাদিলাহ বিনতে সুইব, এ্যাসিসটেন্ট ম্যানেজার আবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সমঝোতা স্মারক চুক্তির আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-অফিসার এবং কর্মচারীগণ জরুরি এ্যাম্বুলেন্স সেবা, জরুরি চিকিৎসা সেবা, পরীক্ষা-নিরীক্ষা এবং সিট ভাড়ার ক্ষেত্রে ডিসকাউন্ট পাওয়া যাবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.