পল্লী নিউজ ডেস্কঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গড়িয়ালী গ্রামের আফজাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২৫) পার্শ্ববর্তী গ্রামের মাধ্যমিক পড়ুয়া মেয়ের সাথে প্রেম করে আসছিলেন। তাদের এ সম্পর্ক শারীরিক পর্যায়েও গড়ায়। কিন্তু প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করেন তরিকুল। তাই ক্ষুব্ধ হয়ে প্রেমিকের গোপনাঙ্গ কর্তন কেটে দিল প্রেমিকা।
উপজেলার ফাঁসিদহ গ্রামে বুধবার রাতে এমন ঘটনা ঘটে। আহত প্রেমিককে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাতেই তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, আহত তরিকুল এখন আশঙ্কামুক্ত।