প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে যুবকের কারাদণ্ড

শেয়ার

রাজশাহী প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমিকার আপত্তিকর ছবি ছড়ানোর দায়ে এক যুবককে পৃথক দুটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুটি ধারায় দেয়া কারাদণ্ড একসাথে চলবে বলেও রায়ে উল্লেখ করা হয়।

একইসাথে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড।

সোমবার (৩১ জুলাই) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামির নাম মিজানুর রহমান ওরফে বাবু। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া বাজার এলাকার বাসিন্দা। রায় ঘোষণাকালে আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে বলা হয়, মূল সাজা এ মামলায় আসামির গ্রেফতারের পরের হাজতবাস মূলে বাদ যাবে।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা বেগম এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, নাটোরের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক ছিল মিজানুরের। কিন্তু মিজানুর রহমানের স্বভাব-চরিত্র ভালো না হওয়ায় শেষ পর্যন্ত তার সাথে বিয়ে দিতে রাজি হয়নি তরুণীর পরিবার। তাই ক্ষুব্ধ হয়ে মিজানুর রহমান ২০২২ সালের ২৩ মে গোপনে তোলা ওই তরুণীর বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ডিজিটাল নিরাপত্তা আইনে প্রেমিক মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত তা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ মামলার তদন্ত করার নির্দেশ দেন।

পরে তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় মিজানুরকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পিবিআই। এরপর মামলার বিচার শুরু হয়। বিচার চলাকালে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন আদালত।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.