প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ

শেয়ার

সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে দিয়ে ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ের উল্লাস শেষ হতে পারেনি এক সপ্তাহও। এরই মধ্যে ২০২৩-২৪ মৌসুমের সূচি প্রকাশ করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

এরই মধ্যে প্রথম সপ্তাহের সূচিই শুধু চূড়ান্ত। বাকিগুলো টিভি সম্প্রচার ও ইউরোপিয়ান প্রতিযোগিতার ওপর নির্ভর করে অদলবদল হতে পারে। সূচি অনুসারে ২০২৩-২৪ প্রিমিয়ার লিগের খেলা ১১ আগস্ট শুরু হয়ে শেষ হবে আগামী বছরের ১৯ মে।

প্রথম ম্যাচেই মুখোমুখি ম্যানচেস্টার সিটি-বার্নলি। বার্নলির কোচের দায়িত্বে আছেন কোম্পানি।

২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত ম্যান সিটির হয়ে খেলেছেন। আর ২০১৬ থেকে সিটির কোচের দায়িত্বে আছেন গার্দিওলা। স্প্যানিশ এই কোচের অধীনে সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটি, যার মধ্যে ২০১৭-১৮ ও ২০১৮-১৯–এ দুই মৌসুমে গার্দিওলার প্রিমিয়ার লিগ জয়ী দলে ছিলেন কোম্পানি। তাই প্রথম দিনে গুরু-শিষ্য লড়াই দেখবে প্রিমিয়ার লিগ ভক্তরা।

বার্নলির সঙ্গে চ্যাম্পিয়নশিপ থেকে এবারের প্রিমিয়ার লিগে উঠে এসেছে লুটন টাউন ও শেফিল্ড ইউনাইটেড। ১৯৯২ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে আসা লুটন প্রথম ম্যাচ খেলবে ব্রাইটনের মাঠে, শেফিল্ডের প্রথম প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।

চেলসির নতুন কোচ মরিসিও পচেত্তিনো প্রথম ম্যাচে পাচ্ছেন লিভারপুলকে। আর টটেনহামের নতুন কোচ আনগে পোস্তেকগলুর লিগে প্রথম ম্যাচ ব্রেন্টফোর্ডের বিপক্ষে, তাদেরই মাঠে। সদ্য শেষ হওয়া মৌসুমে অষ্টম হয়েছিল টটেনহাম, সামনের মৌসুমে দলটির শেষ দিকের প্রতিপক্ষ যথাক্রমে নিউক্যাসল, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও লিভারপুল।

আর মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বি হবে ২৮ অক্টোবর ওল্ড ট্রাফোর্ডে, ইতিহাদে দ্বিতীয় ডার্বি ২ মার্চ। গত মৌসুমের শীর্ষ দুই দল সিটি ও আর্সেনাল প্রথমবার মুখোমুখি হবে ৭ অক্টোবর লন্ডনে, পরের ম্যাচ ৩০ মার্চ ইতিহাদে।

২০২৩-২৪ ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম সপ্তাহের ফিকশ্চার:

১১ আগস্ট: বার্নলি-ম্যানচেস্টার সিটি
১২ আগস্ট: আর্সেনাল-নটিংহাম ফরেস্ট
১২ আগস্ট: বোর্নমাউথ-ওয়েস্ট হাম
১২ আগস্ট: ব্রাইটন-লুটন টাউন
১২ আগস্ট: এভারটন-ফুলহাম
১২ আগস্ট: শেফিল্ড ইউনাইটেড-ক্রিস্টাল প্যালেস
১২ আগস্ট: নিউক্যাসল ইউনাইটেড-অ্যাস্টন ভিলা
১৩ আগস্ট: ব্রেন্টফোর্ড-টটেনহাম
১৩ আগস্ট: চেলসি-লিভারপুল
১৪ আগস্ট: ম্যানচেস্টার ইউনাইটেড-উলভস

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.