দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশন আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ বিষয়ে হিরো আলম বলেন, প্রার্থিতা ফিরে পেয়েছি, নির্বাচন কমিশনকে ধন্যবাদ।
এর আগে, দলের প্রার্থী হলেও স্বতন্ত্র প্রার্থী ফরম পূরণ, স্বতন্ত্র এক শতাংশ ভোটারের সমর্থন সূচক তালিকা না দেওয়া এবং মনোনয়নপত্র স্বাক্ষর না করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।