প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে জামিল হাসান দুর্জয় 

শেয়ার

বাবুল খান:

প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের বহুল আলোচিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব এডভোকেট মোঃ জামিল হাসান দুর্জয়।

 

দফায় দফায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা গতকাল বাতিল করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

 

ইসির রায়ের বিরুদ্ধে আজ উচ্চ আদালতে আপিল পিটিশন দায়ের করেন জামিল হাসান দুর্জয়। কিন্তু উক্ত আপিল শুনানী আজ বৃহস্পতিবার(১৬ মে) অনুষ্ঠিত হয়নি। আগামী ১৯শে মে রবিবার হাইকোর্টের চেম্বার জজ আদালতে শুনানি হবে বলে জানা গেছে।

 

এদিকে আজ গাজীপুরে শ্রীপুর উপজেলার সকল জনগণের দৃষ্টি ছিল হাইকোর্টের রায়ের দিকে। জামিল হাসান দুর্জয়ের কর্মী সমর্থকরা আশা করেছিলেন হাইকোর্টের রায়ের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন তাদের প্রিয় নেতা জামিল হাসান দুর্জয়।

 

অনেকে আবার অতি উৎসাহিত হয়ে জামিল হাসান দুর্জয় প্রার্থীতা ফিরে পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা স্ট্যাটাস দেয়। ফলে নির্বাচনী এলাকায় সাধারণ ভোটারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

 

এদিকে আজকে রায় না আসায় জামিল হাসান দূর্জয়ের কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন বলে জানা গেছে। তাদের ধারণা নির্বাচন থেকে ছিটকে পড়ে যেতে পাড়েন জামিল হাসান দূর্জয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.