প্রধান শিক্ষকের পদত্যাগের দাবি, ২৪ঘন্টার আল্টিমেটাম

শেয়ার

সাব্বির মামুন, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলার রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার সকাল ১১টার দিকে রাজিবপুর বাজারের সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী রঞ্জু মিয়া, শহিদুল ইসলাম ও আকিব মাহমুদ।

তাঁরা বলেন, রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম পরিচালনা করেন প্রধান শিক্ষক আজিম উদ্দিন। তিনি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন। প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলেন, আপনি (প্রধান শিক্ষক) স্বেচ্ছায় পদত্যাগ করবেন। তিনি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনকারী ওই শিক্ষার্থীরা আরও বলেন, স্বৈরাচারী সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদেরও পদত্যাগের দাবি জানান তাঁরা। আজিম উদ্দিন রাজিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। কথা হয় প্রধান শিক্ষক আজিম উদ্দিনের সঙ্গে।

তিনি বলেন, আমি বিষয়টি জেনেছি। উধ্বর্তন কতৃর্পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজিবপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া বলেন, বিষয়টি তিনি জেনেছেন। তবে উধ্বর্তন কতৃর্পক্ষকে জানানো হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.