লক্ষ্মীপুর : বজ্রপাত থেকে রক্ষা পেতে; প্রধানমন্ত্রীর আহ্বানে লক্ষ্মীপুরে তাল গাছের চারা রোপন করা হচ্ছে।
বুধবার (১৩ জুলাই) বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামের মোসলেহ উদ্দিন নিজাম সড়কের দু’পাশে ৩শ’ তালের চারা রোপন করা হয়।
বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন লক্ষ্মীপুর শাখা তালের চারা রোপন কর্মসূচী আয়োজন করে। কর্মসূচীর উদ্ধোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক হোমায়রা বেগম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন লক্ষ্মীপুর শাখার সভাপতি এটিএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন লক্ষ্মীপুর শাখার সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন বলেন, বজ্রপাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী তাল গাছ রোপন করতে আহ্বান জানান। মানুষের কল্যাণে প্রধান মন্ত্রীর আহ্বানে সংগঠনের উদ্যোগে রাস্তার পাশে ৩শ’ তালের চারা রোপন করা হয়েছে। চলতি বছর জেলার ৫ উপজেলায় মোট ৩ হাজার তালের চারা রোপন করা হবে।