স্পোর্টস ডেস্ক:আইপিএলের নবম আসরের ফাইনাল ম্যাচ খেলতে মাঠে নামছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। শিরোপা নির্ধারণী ম্যাচে কাটার মাস্টারের জাদু দেখার জন্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হবে ভক্তদেরকে। কারণ শুরুতে ব্যাট করতে নামছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ।
রোববার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
এই ম্যাচে একাদশে ফিরেছেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান। গত ম্যাচে সামান্য হ্যামস্ট্রিং সমস্যার কারণে মাঠে নামতে পারেননি তিনি। কিন্তু চোট সেরে পুনরায় একাদশে জায়গা করে নিয়েছেন কাটার মাস্টার।