কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি,
প্রতি বছরে বাংলাদেশের সাথে সিমান্ত এলাকার সব গুলো গেইট খুলে পানিতে প্লাবিত করছে আমাদের পাশ্ববর্তী দেশ ভারত। ভারত আমাদের উপকারের চেয়ে বেশি ক্ষতি করে আসছে বলে দাবি করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সহ-সেক্রেটারী জেনারেল এটিএম মাসুদ। লক্ষ্মীপুরের কমলনগরে ২২ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৪টায় উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাদামতলি এলাকার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের সময় এসব কথা বলেন তিনি।
এটিএম মাসুদ বলেন, আবু সাঈদসহ আমাদের ছাত্র, তরুণ সমাজ, যুব সমাজ তাদের সামনে বুক পেতে দিয়ে, বুকের মধ্যে গুলি নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক থেকে। একটা শাসক সাড়ে ১৫ বছর দেশ শাসন করলো, তাকে পালাতে হবে কেন? তারা বলতো- আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, তিনি আমাদের থেকে জালিম বিদায় করেছেন। চিরতরে যেন এ জালিমের বিদায় হয়। আর কোনো জালিমের আগমন না ঘটে। দেশ যেন সুবিচারের ওপর প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটা মা-বোন, ভাইয়েরা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে। ইজ্জত, দ্বীন, ইমান, ধর্ম নিয়ে বেঁচে থাকতে পারে।
তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। কেউ কাউকে বাঁধা দেবে না। আফসোস, বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, সকল ধর্মের মানুষ তার ধর্মীয় অনুশাসন পালন করে, তাতে বাঁধা নেই। কিন্তু একজন খতিবকে মিম্বারে দাঁড়িয়ে তার ইচ্ছে মতো বক্তব্য দিতে দেবে না। ওয়াজ মাহফিলের মাইক কেড়ে নেবে। তফসির মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ১৪৪ ধারা জারি করবে। পুলিশ পাঠিয়ে দেবে, ওয়াজ-মাহফিল বন্ধ করবে। বাংলার মানুষ আর ভবিষ্যতে তা হতে দেবে না। ১৮ কোটি মানুষ ৩৬ কোটি হাতে হাত রেখে বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে এগিয়ে নেব। এ জন্য আপনাদের, দোয়া, সাহায্য এবং ভালোবাসা চাই। বক্তব্য শেষে দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করতে দোয়া করেন জামায়াতের এ নেতা।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চল জামায়াতে ইসলামীর পরিচালক কাজি দীন মোহাম্মদ, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন ভূইয়া, নায়েবে আমির এআর হাফিজ উল্যা, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক কমলনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুর উদ্দিন মাহমুদ, সেক্রেটারী মাওলানা আবুল খায়ের শিবিরের জেলা সভাপতি আরমান পাটওয়ারী, সেক্রেটারি ফরিদ উদ্দিন প্রমুখ।