আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শহরস্থ সোনাপুর আটিয়া বাড়িতে সম্পত্তি ক্রয়ের বায়না চুক্তি করে প্রতারকের খপ্পরে পড়েছে একই বাড়ির আবুল কাশেম মাস্টারের পরিবার। বায়না চুক্তির পর নির্ধারিত মূল্যের চেয়েও আবুল কাশেম মাস্টার থেকে বেশি বেশি টাকা নিয়ে প্রতারক মনির হোসেন আটিয়া সম্পত্তি রেজিস্ট্রেশান করে না দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সড়জমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায়।
বায়না চুক্তির দলিল ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭সেপ্টেম্বর বায়না চুক্তি করা হয়। যাতে নির্ধারণ করা হয় প্রতি শতাংশ সম্পত্তির মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা । এই হিসাবে ১.১৩ শতাংশ সম্পত্তির মূল্য ৯ লাখ ৬০ হাজার ৫ শত টাকা। কিন্তু আবুল কাশেম মাস্টার থেকে ৯ লাখ ৬৩ হাজার টাকা নিয়ে বিভিন্ন রকম তালবাহানা শুরু করে মনির হোসেন আটিয়া। একপর্যায়ে ২০২২ সালের ৪ঠা জুলাই আবুল কাশেম মাস্টার মৃত্যুবরণ করলে তার দুই ছেলে আলামিন ও আকরামিন প্রতারক মনির হোসেনের কাছে বারবার ধরনা দিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না ।
এ ব্যাপারে আবুল কাশেমের ছেলে আলামিন জানান,সম্পত্তি বিক্রির কথা বলে আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছে। কিন্তু প্রায় সাত বছর পার হওয়ার পরও এখন পর্যন্ত ওই সম্পত্তি রেজিষ্ট্রি করে দেয়নি সে। আজ কাল করে বর্তমানে বিভিন্ন প্রতারনার আশ্রয় নিয়েছে।
একই বাড়ির শাহীন আঠিয়া জানান, মনির টাকা নিয়ে সম্পত্তি রেজিষ্ট্রি না দেওয়ার বিষয়টি সঠিক। এছাড়াও আরো বিভিন্ন মানুষের একই কাজ করার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত মনির আঠিয়া জানান, টাকা নেওয়া সঠিক। তবে আমার বেশ কিছু সম্পত্তি বেদখল থাকায় সম্পত্তি রেজিষ্ট্রি দিতে পারছি না। সম্পত্তিগুলো উদ্ধার হলে তাদেরকে রেজিষ্ট্রি দিয়ে দিবো।