পল্লী নিউজ ডেস্ক :
মাধ্যমিকে লক্ষ্মীপুরের সেরা বিদ্যাপিঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের চলছে জোর প্রচারনা। ভোর থেকে গভীর রাত ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে চন্দ্রগঞ্জ বাজার ও আশপাশ এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
বিদ্যালয় সূত্র মতে, এবারের নির্বাচনে ৪টি পুরুষ সদস্য পদের বিপরীতে ৭ জন ও ১টি মহিলা সদস্য পদের বিপরীতে ২ জনসহ মোট ৯ জন প্রতিদ্বন্ধীতা করছেন।
গত বুধবার নির্বাচন পরিচালনা কমিটির কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। আগামী ২১ জানুয়ারী তারা ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
প্রার্থীরা হলেন, মো. মহিউদ্দিন ভুলু (ব্যালট নং-৬), কামাল হোসেন (ব্যালট নং-৫), দেলোয়ার হোসেন (ব্যালট নং-২), মো. আলতাফ হোসেন (ব্যালট নং-৩), মো. আলাউদ্দিন চৌধুরী (ব্যালট নং -৪), ও শহিদুল ইসলাম (ব্যালট নং-৭)। এছাড়া মহিলা সদস্য প্রার্থীরা হলেন, খালেদা আক্তার (ব্যালট নং-১) ও লাভলী আক্তার (ব্যালট নং-২)।