জাতীয় সংসদ ভবন থেকে:
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।
আওয়ামী লীগের সংসদ সদস্য মো. শামসুল হক টুকুর অপর এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সাংবাদিকদের বৃহত্তর কল্যাণের বিষয়টি আইনি কাঠামোয় আনয়নের লক্ষ্যে সরকার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন করেছে। এ আইনের আওতায় দুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণ সাধন করা হচ্ছে।
এছাড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বৃত্তি, এমনকি সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষার জন্য এককালীন টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।