পৌসভার ৯ টি ওয়ার্ডে ১০০ রাস্তা করেছি – পৌর মেয়র রুবেল ভাট

শেয়ার

সোলাইমান ইসলাম নিশান:

আড়াই বছরে আমরা ১০০ এর মত রাস্তা করেছি পৌরসভার ৯ টি ওয়ার্ডে। এরমধ্যেই আমরা ইউজিপ (আর্বান গভর্নেন্স ইম্প্রেস্টেকচার) প্রকল্প। সে প্রকল্পের আওতায় ২২ কোটি টাকার ট্রেন্ডার দিয়েছি, যেখানে বড় বড় রাস্তা মূল শহরে ৯ কোটি টাকার ড্রেনের কাজ হবে এবং আমরা আমাদের গুরুত্বপূর্ণ নগর উন্নয়নের একটি প্রকল্প রয়েছে সেখানে ৬ কোটি ১২ লক্ষ টাকার ট্রেন্ডার আমরা দিয়ে দিয়েছি ,সেখানে ৪৩ টা বাড়ির রাস্তার কাজ হবে। নির্বাচনের পরেই কাজ গুলো শুরু হবে।

উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমাদের মাছ বাজারের কোনো স্থায়ী ঠিকানা ছিল না এখন মাছ বাজারের ট্রেন্ডার হয়ে গেছে। আমরা পৌরসভা থেকে চেষ্টা করে যাচ্ছি নাগরিকের সকল সুযোগ সুবিধা গুলো দেওয়া। সেবার মানবৃদ্ধি করা। মানুষ যাতে হয়রানি না হয় আমরা সেই ভবে কাজ করে যাচ্ছি।
সোমবার (২৫ডিসেম্বর) বিকেল ৩. ৩০ টায় রায়পুর পৌরসভায় গিয়াস উদ্দিন রুবেল ভাট তার কার্যালয়ে সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশজুড়ে গ্রামকে শহর করার জন্য সর্বোচ্ছ চেষ্টা করে যাচ্ছেন,এবং রায়পুরে এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির সহযোগিতায় আমরা রায়পুরকে অনেক উন্নত করতে পেরেছি।

পৌর মেয়র বলেন, রায়পুর পৌরসভার ৯ টি ওয়ার্ড কেউ বলতে পারবে না রায়পুরে বয়স্কভাতা, বিধবাভাতা, মাতৃত্বকালিন ভাতার জন্য কেউ এক টাকা নিয়েছে। আমার আরো আড়াই বছর মেয়াদকাল রয়েছে ইনশাআল্লাহ এই আড়াই বছরে আমরা যেই ওয়াদা দিয়েছি নির্বাচনের আগে, ইনশাল্লাহ তার থেকে বেশি কাজ করে রায়পুরে উন্নয়ন করবো। আমার এই রায়পুরে যিনি আমাকে নৌকায় মননোয়ন দিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে দেশরত্ন শেখ হাসিনা আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি তার সাথে আমাদের এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপিকে ও ধন্যবাদ জানাচ্ছি। তার দিক নির্দেশনায় আমরা পৌরবাসিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আশাকরি আগামীতে আমরা আরো ভালো কিছু করবো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.