মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি
বস্ত্র ও পাটমন্ত্রী আওয়ামীলীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্ম ও পরিবেশের কথা চিন্তা করে পাট খাতের উন্নয়নে কাজ করতে হবে।
পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে। শুধু তাই নয় বাঙালীর অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস।
আজ শনিবার (১ জুন) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে জেলার পাট চাষি, মিল মালিক, ব্যবসায়ী ও পাট খাত-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাট অধিদপ্তর ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) উদ্যোগে ও জেলা প্রশাসন নরসিংদীর সার্বিক ব্যবস্থাপনায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু এমপি, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড.আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি,সংরক্ষিত আসন-৩৫ এর সংসদ সদস্য জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এমপি,বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফ,পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা এবং নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন প্রমূখ।
এসময় বস্ত্রমন্ত্রী আরোও বলেন, দেশের অর্থনীতিতে পাটের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়াতে হবে। পাট খাতে নানামূখী কর্মপরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন হচ্ছে। এজন্য সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট ও পাটজাত পণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। সরকারের নির্বাচনী ইশতেহারেও বিষয়টি গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাট পণ্যের বৈচিত্র আনতে এবং পাট শিল্পকে লাভজনক করার উদ্যোগকে উৎসাহিত করা হচ্ছে। পরে মন্ত্রী নরসিংদী পৌরশহরের বঙ্গবন্ধু পার্ক মাঠে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) আয়োজিত তিনদিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা-২০২৪ এর উদ্বোধন করেন।