মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী বেগমগঞ্জের পাক মুন্সিরহাট একতা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ২১ জুন নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী (৩) (বেগমগঞ্জ)আসনের এমপি আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর সুযোগ্য সভাপতি ও বনশ্রী ঢাকা ফরাজী হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এম মোক্তার হোসেন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন (সুজন), উপস্থিত ছিলেন কাদিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম, ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, অনুষ্ঠান পরিচালনা করেন নরোত্তমপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস নবী( মানিক) সহ অন্যান্য নেতৃবৃন্দ।