সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলা, নিহত ৭০, আহত ১৫০

Array

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেহ্ওয়ান এলাকার সুফিসাধক লাল শাহবাজ কলন্দরের মাজারে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি।

আহতদের অনেকের অবস্থা গুরুতর। অনেক আহতকে হেলিকপ্টারে করে ১৯৩ কিলোমিটার দূরবর্তী করাচি শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিন্ধু প্রদেশের পুলিশের আইজি এ.ডি খাজা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

খবরে বলা হয়, সিন্ধু প্রদেশের সেহ্ওয়ান শহরে সুফি সাধক লাল শাহবাজ কলন্দরের মাজারে ধর্মীয় অনুষ্ঠান চল‍ার সময় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিকান্দার মান্দ্রো জানান, ওই মাজারে অনুষ্ঠান চলার সময় পাকিস্তানের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষ সমবেত হয়েছিলেন। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা ও উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

সেহ্ওয়ান পুলিশের একজন এএসপি জানান, হামলাকারী দুর্বৃত্ত মাজারটির ‘গোল্ডেন গেট’ দিয়ে ভেতরে প্রবেশ করে। ঢোকার পরপরই সে প্রথমে একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়। এরপর সে তার শরীরে বাঁধা শক্তিশালী একটি বোমার বিস্ফোরণ ঘটায়। ওই সময় ভক্ত ও আশেকানরা আধ্যাত্মিক ধামাল গান উপভোগ করেছিলেন।

বিস্ফোরণের পরপরই সেখানে এক নারকীয় দৃশ্যের অবতারণা হয়। চারপাশে রক্ত, আহাজারি আর আহত-নিহতদের ছিন্নভিন্ন দেহাংশ ছড়িয়ে পড়ে।

সেখানে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানায় পুলিশ। তবে মৃতের সংখ্যা আর্ও বাড়তে পারে বলে আশঙ্কা।

উদ্ধারকাজে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনী অংশ নিয়েছে। বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার অকুস্থলের দিকে উড়ে গেছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সাঈদ মুরাদ আলি শাহ সবাইকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি সবাইকে উদ্ধারকাজে সহায়তার্ও আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ

রাম চরণের নায়িকা হচ্ছেন রাভিনার ১৭ বছর বয়সী কন্যা!

রাম চরণ, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা। তাকে নিয়ে নির্মাতা বুচি বাবু সানা একটি ছবি নির্মাণ করছেন। ৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমায় এরই...

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের...

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে...

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...