মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি:-
খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগের সার্বিক দিকনির্দেশনায় এমপি রশীদুজ্জামানের পক্ষে পাইকগাছা উপজেলা যুবলীগ নেতা,অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী কপিলমুনিতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে।
শনিবার দুপুরে কপিলমুনি কালীবাড়ী মোড়ে অবস্থিত কপিলমুনি ফার্মেসীর সামনে এ কার্যক্রম শুরু হয়।এ সময় তীব্র তাপদাহের মাঝে সড়কে চলা খেটে খাওয়া দিনমুজুর,বাস চালক, ইজিবাইক চালক, ভ্যান চালক,মটর সাইকেল চালক,ট্রলি চালকসহ তৃষ্ণার্থ যাত্রীদের মাঝে বোতল জাতীয় খাবার পানি বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন,কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সাধারণ সম্পাদক মিলন দাশ,নিরাপদ সড়ক চাই এর পাইকগাছা উপজেলা সভাপতি ও কপিলমুনি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এইচ এম শফিউল ইসলাম,রাম প্রসাদ পাল, শিক্ষক খলিলুর রহমান,এ্যাডঃ জয়ন্ত পাল,সুদাম পাল,হাফিজুর রহমান, তৈয়বুর হোসেন রকি,সাইফুল ইসলাম,প্রদীপ অধিকারী ও সালাম সরদার প্রমুখ।