মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার পাইকগাছার আগড়ঘাটা বাজার চত্বরে খুলনা-৬ সংসদ সদস্যের জন্মদিন উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংসদস সদস্য রশীদুজ্জামানের জম্মদিনে পথচারীদের মাঝে এসময় ইফতার বিতারণ করা হয়।
স্থানীয় যুব সমাজের উদ্যোগে যবলীগ নেতা ওয়াহিদুজ্জামান মোড়লের সার্বিক তত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা আ’লীগ নেতা মোঃ খায়রুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, কয়রা দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী,পৌর কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান,প্রভাষক বাবলু,নজরুল ইসলাম, অধ্যক্ষ শিমল বিল্লা বাপ্পি, মৃনাল কান্তি বাছাড়, মেহেদী হাসান, মাষ্টার আব্দুল আজিজ নায়েব, ইউপি সদস্য আলাউদ্দীন গাজী,বিভুতি ভুষণ সানা,আবির আক্তার আকাশ, রাকিব হোসেন ও সবুজ। পরে মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।