মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি:
মানবতা ছড়িয়ে যাক অন্তর থেকে অন্তরে – এই স্লোগানকে সামনে রেখে স্বদেশ ফাউন্ডেশনের উদ্যেগে ডুমুরিয়ার বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও কলেজ থেকে সুন্দর ও পরিচ্ছন্ন ডুমুরিয়া উপহার দেওয়ার জন্য। ডুমুরিয়ার উপজেলা নির্বাহী অফিসার’র প্রতিনিধি উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন’র উপস্থিতিতে গতকাল শনিবার থেকে শুরু হওয়া নিম্নোক্ত কর্মসূচিগুলো যথাক্রমে: ১. পরিচ্ছন্ন টীমের মাধ্যমে উপজেলার অফিস, স্কুল-কলেজ ও মাদ্রাসার আঙিনা সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন। ২. সড়কের শৃংখলা রক্ষায় ও সড়ক দুর্ঘটনা রোধে সড়কে ট্রাফিকিংয়ের কার্যক্রম শুরু। ৩. বাজার মনিটারিং তথা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রেতা স্বার্থ সংরক্ষণে উপস্থিত ক্রেতা, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও কার্যকর ব্যবস্থা অবলম্বন।
উপরোক্ত কার্যক্রম পরিচালনায় ছিলেন স্বদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক এম এম টিপু সুলতান, প্রধান সমন্বয়ক ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সমন্বয়ক প্রভাষক মোঃ আব্দুর রব জোয়ার্দ্দার, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম মুকুল, পরিচ্ছন্ন সমন্বয়ক সাবরিনা ইয়াসমিন।
এছাড়াও ছিলেন টিমের সদস্য মোঃ আল ইমরান শেখ, ইসরাত জাহান রিতু, নুপুর খাতুন, সানজিদা আফরিন ইমা, হাবিবা খাতুন, সাদিয়া আফরিন, আলিফ মোল্লা, মোঃ ইমন মোড়ল, মোঃ নুরআন ঢালি, আরাফাত রহমান নয়ন, আঁখি খাতুন, সাদিয়া আফরিন এশা, মোঃ রাসেল হাসান, এম,এম ইখতিয়ার, মোঃ সাকিল আহমেদ, গোলাম রাব্বি গাজী, মিম, রাবেয়া সুলতানা, মারিয়া রহমান ইয়াশা, আব্দুল রহমান, মোঃ অলিদ, মিস তানজিলা আক্তার, নুসরাত জাহান ঈমা,নাজমিন নাজিয়া,আয়েশা সিদ্দিকা তুলি,ফয়সাল আজিজ প্রমুখ।