পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে স্ত্রীসহ সৌদি আরব গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ শুক্রবার (২৩ জুন) সেনাবাহিনী প্রধান সৌদি আরব গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, তারা যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাদের হজকে ‘হজে মাবরুর’ হিসেবে কবুল করেন সেজন্য তিনি সৌদি আরব গমনের সময় সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, পবিত্র হজ পালন শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৩ জুলাই দেশে ফিরে আসবেন।