দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেতে ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমান। এর আগে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে রাজনীতির মাঠে আলোচনায় আসেন তিনি। যদিও সেখানে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
মনোনয়ন সংগ্রহ করে সিদ্দিকুর রহমান বাংলাভিশনকে বলেন, আমি ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচনের আগ্রহ প্রকাশ করেছিলাম। কিন্তু তখন আমার যোগ্যতার ঘাটতি ছিল বলো মাননীয় প্রধানমন্ত্রী হয়তো আমাকে মনোনয়ন দেননি। আমি এখন নিজেকে আরো পরিপক্ক করে দুটি আসনে মনোনয়ন চেয়েছি। আমি আশাবাদী নেত্রী এবার আমাকে মনোনয়ন দিবেন।
টাঙ্গাইলে নিজের মা থাকে বলে জানিয়ে সিদ্দিক বলেন, আমার মা টাঙ্গাইলে থাকেন। আমি সবসময় মাকে দেখতে যাই। টাঙ্গাইলের মাটির প্রতি আমার মায়া আছে। সেজন্য সেখান থেকেও মনোনয়ন চেয়েছি। আমি এই অবহেলিত জনপদকে পাল্টে দিতে চাই।
এবারের নির্বাচন অনেক উৎসবমুখর পরিবেশে হবে বলে দাবি করে যেসব দল নির্বাচনে আসছে না তারা ভুল করছে বলেও দাবি করেন সিদ্দিকুর রহমান।