নোয়াখালী সদরে কৃষি উপকরণ বিতরণ

শেয়ার

 বি. চৌধুরী ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলা কৃযি অফিসার মো. মোশরেফুল হাসান ( চন্দন) কৃযি অধিদপ্তরের উদ্যোগে ২১ জুলাই বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এওজবালিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে কৃযি উপকরণ ২টি পাম্প মেশিন , ২টি ট্রলি গাড়ি সহ চুক্তিপত্রের দলিল হস্তান্তর করেন।

এ সময় উপস্হিত ছিলেন এওজবালিয়া ইউপি চেেয়ারম্যান বেলাল হোসেন সহ উপজেলার কৃষি অফিসার বৃন্দ ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.