নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

শেয়ার

 

লক্ষ্মীপুর : নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করছে লক্ষ্মীপুরবাসী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা এ আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

এসময় নারী নেত্রী ও জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহাজান কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, নোয়াখালীর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা নিয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা যেতে পারে। বিভাগ বাস্তবায়নের জন্য বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানান।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.