নোয়াখালী-৪ আসনে আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল

শেয়ার

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রশাসকের সভাকক্ষে নোয়াখালী-৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকল্পধারা বাংলাদেশের কেন্দ্রীয় এ নেতার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর (অব) আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকেও তিনি মনোনয়ন জমা দিয়েছেন।  আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) এ আসনের মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ নির্ধারিত রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.