মোঃ বদিউজ্জামান (তুহিন) নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী-২( সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনবাগের মাটি ও মানুষের আপনজন স্বতন্ত্র এমপি প্রার্থী আতাউর রহমান মানিক ভূঁইয়াকে কেচি মার্কায় ভোট দিন।
সেনবাগের উন্নয়নে তাকে সহযোগিতা করুন।।তিনি একজন সাহসী ক্রীড়া সংগঠক,সমাজ সেবক,শিল্পপতি ও শান্তশিষ্ট বিনয়ী স্বভাবের যোগ্য প্রার্থী। তাকে বিজয়ী করলে সব সময় কাছে পাবেন। তিনি একজন পরোপকারী বহু গরীব অবিবাহিত মেয়েকে তিনি নিজ খরচে বিবাহ দিয়েছেন।
সোনাইমুড়ী থানার বারগাঁও ইউনিয়নের কাশিপুরে বিনোদনের জন্য পার্ক নির্মাণ করেছেন। এলাকার ত্যাগী প্রকৃত আ.লীগ নেতাকর্মীরা কোমর বেধে মাঠে নেমেছে। কেঁচি মার্কার জোয়ার উঠেছে।প্রচার প্রচারনা নৌকা মার্কা প্রার্থী মোর্শেদ আলমের ভরাডুবি হবে বলে ধারনা করা হচ্ছে।