নোয়াখালী সদর আন্ডারচর যুবদলের মতবিনিময় সভা 

শেয়ার

মোহাম্মদ হান্নান, নোয়াখালী:

নোয়াখালী সদর উপজেলা আন্ডার ইউপি যুবদলের সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বিএনপির আন্ডার চর ইউপি সভাপতি ওযুদ মাঝি।

নোয়াখালী সদর উপজেলা আন্ডার চর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন এর সভাপতিত্বে রোববার বিকালে ইউনিয়নের বুদ্ধিনগর বাজারে যুবদলের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে নিহতদের স্বরণে দোয়া শেষে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনা করা হয়।

এরপর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি ওযুদ মাঝি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক বিজয়ে দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। জুলুমবাজ স্বৈরাচারী আ.লীগ সরকারের পতন হয়েছে। এ আন্দোলনে আবু সাইদ, মুগ্ধসহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করি।

তিনি বলেন, বিএনপির অভিভাবক দেশনায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন কেউ কারও প্রতি প্রতিশোধ বা প্রতিহিংসাপরায়ণ হবেন না। যদি কেউ এমন কাজে জড়িত হন তাহলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখন সুন্দর একটি দেশ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।

মোহাম্মদ আজাদ সঞ্চালনায় মতবিনিময়ে বিশেষ অতিথি ছিলেন. ইউপির যুবদলের মোঃআজাদ মোল্লা,মোঃইসমাইল,মোঃবাশার,মোঃ হাবিব মোঃ মোক্তার সহ প্রমুখ। এ ছাড়াও সভাতে ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.