নোয়াখালী সদরের অশ্বদিয়া ইউপি চেয়ারম্যান বাবলু গ্রেপ্তার

শেয়ার

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বাবলুকে (৪৮) আটক করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে হাজির করা হয়।

বাবলু চেয়ারম্যানের স্ত্রী শাহনাজ আক্তার অভিযোগ করে বলেন, আমার স্বামী দুই বারের নির্বাচিত সফল ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত। আমার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই। এলাকাবাসী জানায়,বাবলু চেয়ারম্যানের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ নাই। তিনি কামার কুমার জেলে তাঁতী এবং খেটে খাওয়া মানুষের বন্ধু। একজন সফল ব্যবসায়ী। মানবতার ফেরিওয়ালা। শুধু আওয়ামী রাজনীতি সমর্থন করার কারণে তাকে বিনা অপরাধে আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.