নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

শেয়ার
মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
শিক্ষার মান উন্নয়ন তথা লেখা পড়ায় উৎসাহ প্রদানে নোয়াখালী জেলা পরিষদের উদ্যোগে গরিব ও মেধাবী ১৭৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টম্বর) বেলা ১১টায় নোয়াখালী জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলার ৯টি উপজেলা থেকে বাছাই করে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।

জেলা পরিষদের নির্বাহী প্রধান শফিউল আলমের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু। এছাড়া বক্তব্য রাখেন নোয়াখালীর প্রেসক্লাবের নবনিযুক্ত সভাপতি বখতিয়ার শিকদার, নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, জেলা পরিষদ সদস্য মাসুদুর রহমান শিপন, সদস্য মো. মহিউদ্দিন, সদস্য মো. আতিক উল্লাহ সুজন।

প্রধান অতিথি বলেন, মেধাবী শিক্ষার্থীদের যে বৃত্তি দেয়া হয়েছে আমি বলবো এটা হলো তাদের পুরস্কার। এটা আসলে তাদের উৎসাহ দেয়ার জন্যে। আজকে মেধার ভিত্তিতে তারা যে পুরস্কার পাচ্ছেন আগামী দিনে তারা আরো এগিয়ে যাবেন আরো ভালো রেজাল্ট করবেন। জেলা পরিষদ বৃহৎ একটা প্রতিষ্ঠান। আমরা যেন আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখতে পারি। আমরা চাই এভাবে মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের পাশে যদি দাঁড়াতে পারি তাহলে তাদের এই মেধা আগামী দিনে সুন্দর স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সহায়তা ভূমিকা রাখবে। আগামী দিনেও আমাদের এধারা অব্যাহত থাকবে। আল্লাহ যদি সহায় হয় যদি বেচেঁ থাকি ইনশাল্লাহ আমাদের এ সংখ্যা এখন যা হয়েছে আগামী দিনে আমরা তা দ্বিগুণ করতে চাই। আমি গরিব ও দুস্থ কথাটার সাথে একমত না। আমি বলবো কৃতি শিক্ষার্থী এটা তাদের অর্জন এটা তাদের পাওনা। তারা একদিন এদেশের হাল ধরবে দেশ পরিচালনার কাজে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আপনারা জানেন একটি গরিব রিকশাওয়ালার ছেলে সে বিসিএস ক্যাডারে কৃতকার্য হয়েছে এটা আমাদের গর্বের বিষয়। আসলে ভাগ্যের ব্যাপার এক পরিবারের দুই সন্তানও নির্বাচিত হয়েছে। এটা আমাদের সকলের জন্য একটি উৎসাহের জায়গা।

আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে শিক্ষার মান উন্নয়নে যে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে নারীদের ক্ষমতায়নে, নারীদের সম্মানে, এখানে নারীদের উপস্থিতি আমি মনে করি তারই একটি বহিঃপ্রকাশ। আমি আশা করব আগামী দিনে নারীরা আরো এগিয়ে যাবেন। বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন।

জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাছাই করে এসএসসি সম্মান পরীক্ষার্থীদের নগদ ৫ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষার্থীদের নগদ ৬ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী প্রেস ক্লাবের নবনিযুক্ত যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, নবনিযুক্ত যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগসহ নবনিযুক্ত নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, জেলা পরিষদ সদস্য এমএইচ শওকত রেজা চৌধুরী, মো. মনিরুজ্জামান, মো. জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম মোহাম্মদ মাহফুজুর রহমান সংরক্ষিত মহিলা সদস্য ইসরাত জাহান, আয়েশা আক্তার, ইয়ামিন আরা বেগম।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.